প্রকাশিত: Thu, Dec 15, 2022 3:41 PM
আপডেট: Sun, Jan 25, 2026 7:30 PM

লিটারে ৫ টাকা কমল সয়াবিন তেলের দাম

মনজুর এ আজিজ: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা। এই দাম ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ব্যবসায়ীদের সঙ্গে গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচার পর দাম কমানোর বিষয়ে এই সিদ্ধান্ত নেয় সরকার।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা। খোলা পাম সুপার তেল লিটারপ্রতি ৪ টাকা কমিয়ে ১২১ টাকা থেকে ১১৭ টাকা করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব